গণঅধিকার পরিষদ কার্যালয়ের তালা ভেঙে কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ

গণঅধিকার পরিষদের কার্যালয়ের তালা ভেঙে দল নিবন্ধনের সব ডকুমেন্টসসহ জরুরি কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কার্যালয়ের কেচিগেটে নতুন করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বাংলা ট্রিবিউনকে তিনি একথা জানান।

রাশেদ খান বলেন, ‘গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মিয়া মশিউজ্জামান ও গোয়েন্দা সংস্থার লোকেরা আমাদের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলের নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছেন। কার্যালয়ের কেচিগেটে নতুন করে তালা লাগিয়ে গিয়েছে। আজ সকালে আমাদের দলের নেতাকর্মীরা কার্যালয়ে গিয়ে এই দৃশ্য দেখা আমাদের জানান।’