খুলনায় বিএনপির সমাবেশ চলছে

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে নগরের সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ শুরু হয়।  সমাবেশের শুরুতে বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতারা বক্তব্য দেন।  বেলা ২টার দিকে গণসমাবেশের মূল মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসন গ্রহণ করেন।  এতে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম।  কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সমাবেশে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন।  সমাবেশের আগের রাত থেকে সমাবেশস্থলে হাজারো নেতা-কর্মী জড়ো হন।  তবে বিভাগজুড়ে চলতে থাকা পরিবহন ধর্মঘটের কারণে নেতা-কর্মীদের বেশিরভাগ ট্রেনে ও ট্রলারে করে এসেছেন, কেউবা পায়ে হেঁটে এসেছেন।  অনেকে সমাবেশের এক বা দুইদিন আগে খুলনায় এসে আত্মীয়-স্বজনের বাসা, মেস ও হোটেলে ওঠেন।  সমাবেশে আসতে তাদের নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সমাবেশে আসা নেতা-কর্মীরা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি-বাধা, লাঠি নিয়ে সড়কে অবস্থান ও যানবাহন থেকে নামিয়ে দেওয়ার পরও তারা সমাবেশস্থলে জড়ো হয়েছেন।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনাকীর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল।  স্লোগান আর মিছিলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশ।  সমাবেশে আসতে পেরে বাধা পাওয়ার কষ্ট ভুলে গেছেন তারা।