খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২১ অক্টোবর) রাত ১০টার পর হাজার হাজার নেতাকর্মী নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের সোনালি ব্যাংক চত্বরের সামনে অবস্থান নেয়।
খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার এবং ধানের শীষ হাতে বড় বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকে। মিছিলে মিছিলে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায়।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে পড়ে নগরী।
নেতাকর্মীদের কয়েকজন অভিযোগ করেন, আসার পথে পুলিশ বাধা না দিলেও বিভিন্ন জায়গায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে অনেকেই আহত হয়েছে।
অনেকের অভিযোগ, ‘পথে পথে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাধা দিয়েছে। অনেক জায়গায় ছাত্রলীগকে টাকা দিয়ে আসতে হয়েছে।’
শত কষ্টের পরও তারা ভালোভাবে খুলনায় পৌঁছাতে পেরেছেন, এটাই তাদের কাছে আনন্দের। সমাবেশে যোগ দিতে পারাটা তাদের জন্য সৌভাগ্যের।
মূলতঃ বিভাগীয় সমাবেশকে ঘিরে অবরুদ্ধ হয়ে পড়েছে খুলনা। একদিকে সড়ক পরিবহন ও লঞ্চ ধর্মঘট, অন্যদিকে পথে পথে চেকপোস্টসহ নানা প্রতিবন্ধকতা। এর মধ্যেই নানা কৌশলে খুলনায় অবস্থান নিয়েছেন আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরা।