খাসির মাংস বলে অল্প দামে বিক্রি হতো কুকুরের মাংস

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের দীর্ঘদিন ধরেই জবাই করা হচ্ছিল কুকুর। সেই কুকুরের মাংস খাসির মাংস বলে অল্প দামে বিক্রি করা হতো স্থানীয়দের কাছে।

বুধবার (১৩ ডিসেম্বর) কয়েকজন এলাকাবাসী হানা দেয় ঐ পরিত্যক্ত ভবনে । তাদের কাছে হাতেনাতে ধরা পড়ে চারজন। উদ্ধার হয় জবাই করা কুকুরও। তবে ধরা পড়াদের তিনজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় কোন ধারায় সাজা দেবে এ নিয়ে সমস্যায় পড়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে প্রাণী কল্যাণ আইনে মামলা দায়ের হবে। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

গ্রেফতাররা হলো- কুকুর জবাই চক্রের প্রধান খালিশপুরের ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র তাজ (১৬), খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩ এর হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭), ২নং নেভিগেট এলাকার কুতুব আলীর ছেলে মো. সিয়াম (১৬) ও চরেরহাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। তবে ঘটনার সঙ্গে জড়িত আরমান ও উৎস এখনো পলাতক।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই এই চক্রের ৫-৬ জন সদস্য লোকচক্ষুর আড়ালে পলিটেকনিক কলেজের পরিত্যক্ত ভবনে প্রবেশ করতো। অনেকে দেখলেও তারা বিষয়টি তেমনভাবে নেয়নি। ৩-৪ ধরে এলাকায় পচা গন্ধ ছড়ালে সবার সন্দেহ হয়। এক পর্যায়ে আজ বিকেলে গ্রেফতারকৃতরা ভেতরে প্রবেশ করলে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি জবাই করা কুকুর এবং একাধিক ছুরি উদ্ধার করে।

ওসি বলেন, খবর পেয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ংকর কুন্ডুর উপস্থিতিতে আসামিদের খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।