হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল করেছে ঢাকা জেলা বিএনপি।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নিজ বাসায়
এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা জেলা বিএনপির অসংখ্য নেতাকর্মীরা।
বেগম জিয়ার রোগ মুক্তির দোয়ায় অংশ নিতে বিকাল থেকে ঢাকা জেলার বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপার খন্দকার আবু আশফাক এর বাসায় হাজির হন।
এ সময় খন্দকার আবু আশফাক বলেন, ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে খালেদা জিয়া। রাজনীতি থেকে দুরে সরিয়ে রাখতে অবরুদ্ধ আছেন। অভিযোগ করলেও সুচিকিৎসা দেওয়া হয় নি।
তিনি বলেন, অবৈধ সরকার দেশ বিক্রি করে দিয়েছে। পুলিশের কিছু সদস্যকে গণতন্ত্র ধ্বংসের দায় নিতে হবে।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চলনায় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌরসভা বিএনপির সভাপতি মো: কুদ্দুস, ধামরাই,আশুলিয়া, সাভার, দোহার, নবাবগঞ্জ থানার নেতাকর্মীসহ প্রমুখ।