খাতুনগঞ্জে ঢুকেছে মিয়ানমারের পেঁয়াজ, কমছে মূল্য

গত তিন দিনে অন্তত কয়েক ট্রাক মিয়ানমারের পেঁয়াজ ঢুকেছে খাতুনঞ্জের বেশকিছু আড়তে। বছরের যেকোনো সময়ের চেয়ে তুলনামূলক দাম বেশি হওয়ায় বেচাকেনা হচ্ছে কম। তবে পাইকারিতে পেঁয়াজের দাম কমার প্রভাব খুচরায় পড়ছে ধীরগতিতে।

খুচরায় মানভেদে ৯০-১০০ টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ।

মিতালী ট্রেডার্সের ম্যানেজার  জানান, আজ দুই দিন হলো মিয়ানমারের পেঁয়াজ আড়তে ঢুকেছে। স্বাদ ও রং অনেকটা দেশি পেঁয়াজের মতো। আড়তে এ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা। অন্যদিকে ভারতের পেঁয়াজ মান, আকার ও রং ভেদে ৭৮ টাকা থেকে ৮৫ টাকা বিক্রি হচ্ছে।

গত ২৯ অক্টোবর ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে খাতুনগঞ্জের আড়তে প্রতিকেজি মান ও আকারভেদে ৯৫-১০০ টাকা বিক্রি হয়েছিল। খুচরায় ১১০ টাকা বিক্রি হয় ওই দিন। কয়েকদিন পর পাইকারিতে ১০৫ টাকা এবং খুচরায় ১২০ টাকা ছাড়িয়ে যায়।