খাগড়াছড়িসহ চট্টগ্রামের ৪ আসনে মনোনয়ন ফরম নিলেন সোলায়মান শেঠ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে খাগড়াছড়িসহ চার আসনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ ।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় পাটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে জাতীয় পাটির প্রার্থী হতে চট্টগ্রাম-৮, ১০, ১১ এবং খাগড়াছড়ি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সোলায়মান আলম শেঠ। এবারের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে (আসন নং: ২৯৮) পার্বত্য খাগড়াছড়ি আসনের পাশাপাশি চট্টগ্রাম-৮ (চান্দগাঁও- বোয়ালখালী), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) ও চট্টগ্রাম-১১ (বন্দরপতেঙ্গা) আসন থেকে সোলায়মান আলম শেঠ নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছেন বলে জানান তারা। সেই লক্ষ্যে এই আসনগুলার প্রতিটি এলাকায় এবং পাড়া মহল্লায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঘর গোছাতে শুরু করেছেন।

জাতীয় পার্টি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া এবং কোন দলের সাথে জোট বাধবে কিনা এমন এক প্রশ্নের জবাবে সোলায়মান আলম শেঠ বলেন, জাতীয় পার্টির অবস্থান সুস্পষ্ট। যা আমাদের নেতৃবৃন্দ বারবার বলেছেন সেটি হলো- অবাধ, প্রভাবমুক্ত এবং দেশের জনগণের অংশগ্রহণ মূলক নির্বাচন। জাতীয় পার্টি আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের জনপ্রিয়তাকে পুঁজি করে আর কাউকে ক্ষমতায় বসাতে নয় বরং নিজেদের জনপ্রিয়তায় ভর করে নিজেদের শক্তিতে, নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে অংশ নেবে এবং সারা দেশে ৩০০টি আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, আমি চট্টগ্রাম-৮, ১০, ১১ এর পাশাপাশি খাগড়াছড়ি আসন থেকে আগামীতেও আমি নির্বাচন করব। ইতোমধ্যে দলের নীতিনির্ধারকদের সাথেও কথা হয়েছে। এখন পর্যন্ত আসন্ন নির্বাচনে আমি খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচন করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। যদি সকলের অংশগ্রহণ মূলক ভোট হয় তাহলে আমার বিশ্বাস আসন্ন নির্বাচনে এই দুই আসন আমি জাতীয় পার্টিকে তথা চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারব। আমরা বংশপরম্পরায় মানুষের সেবা করি। বংশগত ঐতিহ্য ও অভ্যাস মানুষের সেবা না করে আমরা থাকতে পারি না। আমার পূর্বপুরুষ মানুষের সেবা করেছে, এখন আমি এবং আমরা করে যাচ্ছি। সংসদ সদস্য হলে মানুষের সেবা করা আরও একটু সহজ হবে এবং সার্বিক উন্নয়নে কাজ করে যেতে পারব।

আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়াতে চট্টগ্রাম-৮, ১০, ১১ এবং খাগড়াছড়ি আসনগুলোতে নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে আগ্রহের কমতি নেই। আওয়ামী লীগ থেকে আসনগুলোতে বিভিন্ন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের নাম কানাঘোষা করা হলেও এখনো কোন কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে তা চূড়ান্ত হবে তা সিদ্ধান্ত হয়নি।

আসনগুলাতেও সোলায়মান আলম শেঠের ব্যাপারে ইতিবাচক ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। অনেকেই বলেন, আমরা দল দেখে ভোট দেব না, মানুষ দেখেই ভোট দেব। ওনাকে আমরা প্রথম থেকেই দেখে আসছি, কোন ধরনের বিতর্কে তার নাম শোনা যায়নি। এবার না হয় আসনগুলোতে আওয়ামী লীগ-বিএনপির বাইরে কেউ আসুক।