খাগড়াছড়িতে ভারতীয় ৬টি গরুসহ পাচারকারি সদস্যের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) রাত সাড়ে ১১টায় ভাইবোনছড়া এলাকা থেকে খাগড়াছড়ির পথে নিয়ে যাওয়া সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. রিপন (৪০), মো. ইয়াছিন (১৮) ও মো. নাছির (২৩)। তারা সকলে খাগড়াছড়ি জেলা সদরের বাসিন্দা বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে লোগাং সীমান্ত দিয়ে ভারতীয় ৬টি গরু আনার সময় তিন পাচারকারিকে আটক করা হয়েছে। তাদের চক্রের এক সদস্য মো. রুবেল পালিয়ে যায়। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে।
বিসি/এমএফ