খাগড়াছড়ি শহরের কলেজ রোড এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি বহরের হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি কলেজ সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে বহনকারী গাড়িসহ বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়।
পাল্টাপাল্টি অবস্থানের কারণে জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। হামলা ও ভাংচুরের ঘটনায় পরস্পরের দিকে অভিযোগের তীর উভয় দলের।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার জানান, পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে খাগড়াছড়ি আসছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান। তার গাড়িবহর শহরে আসার পথে নারকেলবাগান এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছলে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেন। এ সময় আবদুল্লাহ আল নোমানের গাড়িতেও হামলা চালানো হয়। কেন্দ্রীয় এই নেতা রক্ষা পেলেও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ও পৌর ছাত্রদল নেতা ইফতি আহমেদ আহত হন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।
এ হামলার পর শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তবে থানায় অভিযোগ দায়ের করতে কেউ আসেনি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
উল্লেখ্য, ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৬ মে) ঢাকাসহ ৯ বিভাগের ১৭ জেলায় জনসমাবেশ করছে বিএনপি।