খাগড়াছড়িতে ছাত্রকে পিটিয়ে হত্যা, চান্দগাঁও থেকে শিক্ষক আটক

খাগড়াছড়ির বায়তুল আমান ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার হেফজ মাদরাসা শিক্ষার্থী মো. আব্দুর রহমান আবিরকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষক হাফেজ মো. আমিনুল ইসলামকে চট্টগ্রামের চান্দগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের চাঁদগাও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় রবিবার রাতেই নিহতের বাবা মো. সরোয়ার হোসেন বায়তুল আমান ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. আমিনুল ইসলামকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন।

মামলার পর থেকেই ওই শিক্ষককে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তির ব্যাবহার করে চট্টগ্রামের চাঁদগাও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত শিক্ষার্থী জেলার পানছড়ির আইয়ুব আলী মেম্বারপাড়ার মো. সারোয়ার হোসেন ও আমেনা বেগম দম্পতির ছেলে। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. আমিনুল ইসলাম খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, দুষ্টুমি করার কারণে শিক্ষক আমিনুল ইসলাম ওই ছাত্রকে মারধর করেন। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। আর মরদেহ হাসপাতালে ফেলে রেখে শিক্ষক মো. আমিনুল ইসলাম পালিয়ে যান।