একটি খবরের কাগজের আদ্যোপান্ত জানতে এবং তার খুঁটিনাটি বিষয় তুলে ধরতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে ও ৩১ ব্যাচের শিক্ষার্থীদের আংশগ্রহনে শেষ হয় পোস্টার প্রদর্শনী। সপ্তাহজুড়ে অনুশীলনের পর সোমবার (৫ ফেব্রুয়ারি) ৩১ ব্যাচের শিক্ষার্থীরা এই পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ইডিটিং কোর্সের ব্যবহারিক হিসেবে এই পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীর ব্যবস্থাপনা ও উক্ত কোর্সের বিষয় শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র প্রভাষক প্রশান্ত কুমার শীল। যিনি সম্প্রতিই নেপাল, ভারতসহ বিভিন্ন দেশের খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি হিসেবে কনফারেন্স করেছেন। এছাড়াও তিনি নিয়মিত জড়িত থাকেন বিভিন্ন গবেষণা ও সাংবাদিকতা এবং যোগাযোগ বিষয়ক উন্নয়নে।
সাংবাদিকতার বিশাল জগতে সদ্য পা রাখা শিক্ষার্থীরা বিশ্বাস করেন, কোর্স শিক্ষক প্রশান্ত কুমার শীলের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সাংবাদিকতা বিষয়ক জ্ঞান তাদের এই সুদীর্ঘ পথ অনেকটুকু মসৃণ করে দেবে।

এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র প্রভাষক প্রশান্ত কুমার শীল বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অবশ্যই একটি খবরের কাগজের খুঁটিনাটি বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। আর তারই অংশ হিসেবে এই পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটি শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা ও সৃজনশীল কাজে আরো উৎসাহিত করবে। শিক্ষার্থীদের সৃজনশীল পোস্টার তৈরি ও দুর্দান্ত উপস্থাপনায় আমি বেশ মুগ্ধ।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৩১ ব্যাচের শিক্ষার্থী সাদমান বলেন,”কোর্স ওয়ার্কটি একটি পত্রিকার পূঙ্খানুপুঙ্খ জানতে আমাদের খুব বেশি সহায়তা করেছে। এই কোর্সে অধীনে আমি জেনে বেশ অবাক হয়েছি এতগুলো অংশ এবং নিয়মকানুন মেনে, সবার কঠিন শারিরিক ও মানসিক পরিশ্রমের পর একটি খবরের কাগজ আমাদের হাতে আসে।”
সানিফ নামের আরেক শিক্ষার্থী বলেন, “পোস্টার প্রদর্শনীটি আমাদের বেশ কাজে এসেছে। একটি কাজ কীভাবে তৈরি করবো, সকলের সামনে কিভাবে উপস্থাপন করবো এবং এর সাথে জড়িত যে ভীতি কিংবা জড়তা থাকে, তা কাটিয়ে তুলতে এধরণের কোর্সওয়ার্ক বেশ উপকারী।”
অন্য এক শিক্ষার্থী ঐশী বলেন, “আজকের কোর্স ওয়ার্কটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে আমরা খবরের কাগজের বিভিন্ন সেকশান এবং নিয়মকানুন সম্পর্কে অবগত হয়েছি, তাছাড়া এ ধরনের উপস্থাপনার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের নিজেদেরকে আরো বেশি আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পারবো।”
এধরণের আয়োজন ও পোস্টার প্রদর্শনী করায় সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সভাপতি জুয়েল দাশ সকলের উদ্দেশ্যে গভীর আন্তরিকতা ও ধন্যবাদ জ্ঞাপণ করেন।