ক্ষুধার্ত বাঘে ছিন্ন ভিন্ন বাংলাদেশ

২০৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ১০১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আফ্রিকান ব্যাটিং তাণ্ডবে ভড়কে যাওয়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই হুমকি হয়ে উঠতে পারেননি টেম্বা বাভুমার দলের জন্য। হেসে খেলেই ম্যাচটা নিজেদের করে নিয়েছে তারা।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে ক্ষুধার্ত বাঘ হয়ে ওঠে আফ্রিকা। সেই ক্ষুধার্ত বাঘের সামনে পড়ে ছিন্নভিন্ন হতে হলো সাকিব আল হাসানের দলকে। রাইলি রুশো ও কুইন্টন ডি কক মিলে রীতিমতো দুঃস্বপ্ন উপহার দিলেন বাংলাদেশের বোলারদের।

দুইশ ছাড়ানো পুঁজিতে গড়ে দিলেন ম্যাচের ভাগ্য। পরে রান তাড়া করতে নেমে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত প্রথম ওভারে ১৭ রান তুলে আশার সঞ্চার করলেন বটে। তবে সেটা অল্প সময়ের জন্যই। এর পরের গল্পটা হয়ে থাকল প্রোটিয়া বোলারদের। সাকিব আল হাসানদের তাই অসহায় আত্মসমর্পণ ম্যাচে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২০৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে গেছে টাইগাররা।

নেদারল্যান্ডসকে হারিয়ে আসরে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। গ্রুপ-২ এ ছিল শীর্ষে। তবে এক ম্যাচ পরই হারের স্বাদ পেতে হলো তাদের। তাতে ছয় দলের গ্রুপে তিনে নেমে যেতে হয়েছে সাকিবদের।

আর দক্ষিণ আফ্রিকা উঠে গেছে শীর্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তাতে মিলে এক পয়েন্ট। সুবাদে এখন দুই ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট তাদের। কিছুক্ষণ পরই অবশ্য মাঠে নামবে টেবিলে দুই নম্বরে থাকা ভারত। নেদারল্যান্ডসকে হারালে শীর্ষে উঠে যাবে তারা।