যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে উপকূলীয় এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে রয়টার্স এ খবর এ তথ্য দেয়।
রয়টার্স জানায়, ভূমিকম্পটি ইউরেকা বন্দরনগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইল নদীর ফার্নডেল ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে যায় অফিস, বাড়িসহ প্রায় ৬০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ।
ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণ-পশ্চিমে।
তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।