ক্যাচ ধরতে গিয়ে চোটে সোবহানা

ঘটনার সূত্রপাত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ইনিংসের সবশেষ ওভারে।  পেসার মারুফা আক্তারের করা প্রথম বলটি সফরকারী ব্যাটার আমানজিত কৌর হাওয়ায় ভাসিয়েছিলেন।  তখন মিড অফে গিয়ে সেই বল ক্যাচে পরিণত করলেও পরবর্তীতে মাটিতে পড়ে মাথার নিচে ব্যথা পান সোবহানা।

এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এই অলরাউন্ডারকে।  এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেননি।  তাকে কনকাশন সাব করা হয়েছে।  তার পরিবর্তে ব্যাটিংয়ে নেমেছিলেন মুর্শিদা খাতুন।

তবে কাজের কাজ কিছুই করতে পারেননি তিনি।  ভারতীয় মেয়েদের বিপক্ষে একেবারে জয়ের কাছে গিয়েও ৮ রানে হয়েছে বাংলাদেশকে।  এর সঙ্গে বড় আঘাত হিসেবে এসেছে সোবহানা মোস্তারির ইনজুরি।