চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগে বৃহস্পতিবার ( ১ জুন ) অনুষ্ঠিত ২টি খেলায় কোয়ালিটি ব্লুজ ১০৬ রানে চিটাগাং রয়েলকে এবং সিটি ক্লাব ১২১ রানে লিটল ব্রাদার্সকে পরাজিত করেছে।
এম এ আজিজ স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করে কোয়ালিটি ব্লুজ ৪৯.১ ওভারে ১৯৭ রানে অলআউট হয়। জবাবে চিটাগাং রয়েল ৩০.৫ ওভারে ৯১ রানে সবকটি উইকেট হারায়। কোয়ালিটি ব্লুজের হয়ে নাজমুল কবির ২ চার ও ৫ ছক্কায় ৫৮, সবুজ ২৯ ও ইমতিয়াজ ২৩ রান করেন। চিটাগাং রয়েলের সাদ্দাম ২৮ ও জাহেদ ৪০ রানে ৩টি করে উইকেট নেন। চিটাগাং রয়েলের ইনিংসে জাহেদ ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন। কোয়ালিটি ব্লুজের মো. নাঈম ১৭ রানে একাই ৭ উইকেট দখল করে চিটাগাং রয়েলকে ধসিয়ে দেন।
মহিলা কমপ্লেক্স মাঠের খেলাটি আগের দিনের বৃষ্টির কারণে দেরিতে শুরু হলে ৫০ ওভারের ম্যাচটি কেটে ২৯ ওভারে পুনর্নির্ধারিত হয়। এতে প্রথমে ব্যাট করে সিটি ক্লাব ২৯ ওভারে ৬ উইকেটে ২০৬ রান করে। জবাবে লিটল ব্রাদার্স ২৯ ওভারে ৮৯ রানে অলআউট হয়। এ ম্যাচে সিটি ক্লাবের মিসবাউল হক ৯৯ রানে অপরাজিত থেকে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। তার ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কার মার ছিল।
শুক্রবার ( ২ জুন ) মহিলা কমপ্লেক্সে একমাত্র খেলায় আবাহনী জুনিয়র ও ওপিএ মুখোমুখি হবে।