কোটা আন্দোলনকে ঘিরে ইবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। এ আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে এ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানা গেছে।

এদিকে সংবাদ লেখার সময় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ৪টায় শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, যেহেতু আদালত থেকে একটা সিদ্ধান্ত দিয়েছে সেহেতু রাস্তা অবরোধ করে জনদূর্ভোগ সৃষ্টির যৌক্তিকতা নেই। রাস্তায় যেন জনদূর্ভোগ সৃষ্টি না হয় তাই আমরা সতর্ক অবস্থানে আছি।

এর আগে, গত ২, ৪, ও ১০ জুলাই কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ছাত্র সমাবেশ এবং কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।