কে এম স্পোর্টিং ক্লাবের অনুশীলন উদ্বোধন
সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণের লক্ষ্যে কে এম স্পোর্টিং ক্লাবের অনুশীলন শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে অনুশীলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্ঠা মো. শফিউল আলম (বাদশা)।
ক্লাব সভাপতি মসিউল আলম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে কোচ ফয়েজুল্লাহ সুমনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এবং সভাপতি তাদের বক্তব্যে খেলোয়াড়দের কঠোর অনুশীলনের মাধ্যমে ক্লাবের জন্য ভাল ফলাফল বয়ে আনার আহবান জানান।