কেন তেজগাঁওয়ের বস্তিতে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি

রাজধানীর তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তির আগুন।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। সদস্য সচিব করা হয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক, ফায়ার সার্ভিসের জোন-১ এর উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম ও তেজগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এরআগে, শুক্রবার দিবাগত রাতে (১৩ জানুয়ারি) বিএফডিসি সংলগ্ন মোলাবাড়ি বস্তিতে আগুন ধরে যায়। রাত আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও ৫টি ইউনিট সেখানে পৌঁছে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় বস্তির ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০ ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ দুই জনের প্রাণহানি ঘটে। এছাড়া আরও দুই জন দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।