পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার (৮ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে কোনো অভিযোগ পাঠায়নি ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো কথা না বলার জন্যও রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।