কুষ্টিয়া প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন উত্তোলনের শেষ দিন ২১ নভেম্বর মঙ্গলবার আব্দুল জলিল নামে আরো একজন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এনিয়ে দৌলতপুর আসনে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের ৩পুত্র সহ ১৫জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন।
আফাজ উদ্দীন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে সভাপতি ছিলেন। ২০০৮ সালে আফাজ উদ্দীন আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কুষ্টিয়া-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দশম জাতীয় সংসদ তিনি হেরে যান। ২০২১ সালের ১৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। এরপর থেকে তার তিন ছেলে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সবাই আলাদাভাবে রাজনীতি করেন।
নৌকার প্রার্থী হতে চাওয়া তিন ভাই হলেন- আফাজ উদ্দীন আহমেদের বড় ছেলে নাজমুল হুদা পটল বিশ্বাস, মেজো ছেলে আরিফ আহমেদ বিশ্বাস ও ছোট ছেলে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস।
এরআগে সোমবার দুপুরে ঢাকা বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটর সদস্য খলিসাকুন্ডি কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জেল হক। এছাড়াও একইদিন এ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন তুলেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মাহমুদুল হাসান রাকিব।
এনিয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১৫জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন।
এরআগে রোববার দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হুদা পটল আওয়ামী লীগ দলীয় মনোনয়ন উত্তোলন করেন।
এছাড়াও শনিবার মনোনয়ন ফরম বিতরণের প্রথমদিন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন উত্তোলন করেন দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে দৌলতপুর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, মেজছেলে দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আরিফ আহমেদ বিশ্বাস, দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ করীম মিঠু, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আনছার আলী খান এবং কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা তারিক আল মামুন।
এদিকে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের ৩ পুত্র আওয়ামী লীগ দলীয় মনোনয়ন উত্তোলন করায় দৌলতপুরের সর্বত্র চলছে আলোচনা। সমালোচনাও বাদ পড়ছেনা। তবে নৌকার মনোনয়ন যে পাবেন তাঁর পক্ষেই সকলে একজোট হয়ে কাজ করবেন এমন মন্তব্যও রয়েছে ।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বহু ভাগে বিভক্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২০১৮ সালে নির্বাচনের পর থেকে দলের মধ্যে বিভাজন বাড়তে থাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর তালিকা বেশ দীর্ঘ। এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১৫ জন।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে কুষ্টিয়া জেলার ৪টি আসনের প্রায় ৪০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীরা কাজ করবেন। আওয়ামী লীগ সরকারের আমলে কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারও আওয়ামী লীগের জয় হবে ইনশাআল্লাহ।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মির্জা আলম রিগান বলেন, দৌলতপুর আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দীন আহমেদের তিন ছেলেসহ ১৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীরা কাজ করবেন।
এ বিষয়ে কথা বলার জন্য বর্তমান সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।
প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নিয়ে সংসদীয় এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ১১৯ জন। এই আসনের বর্তমান সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ।