কুলাউড়ায় জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক

জঙ্গি সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৭ জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সেই জঙ্গি আস্তানা থেকে পলায়ন করা ১৭ জনই জঙ্গি। তাদের মধ্যে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সোহেল তানজিমও রয়েছেন বলে জানা গেছে। এছাড়া আব্দুল আহাদ মেন্দি নামের একজন পঙ্গুও রয়েছেন।

সোমবার সকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিবুল ইসলাম আজাদ। তিনি জানান, সকালে ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন জঙ্গি সন্দেহে তাদের আটক করে। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

‘পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটে (সিটিটিসি) খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। আটককৃতরা জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা সন্দেহ করছি,’ বলেন তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালেক বলেন, ‘ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির টিম এলে প্রেস ব্রিফিং করা হবে।’

এমএইচএফ