কুয়াকাটায় দ্যা আর্থ ও ইএমকে সেন্টারের প্রশিক্ষন কর্মশালা 

পটুয়াখালীর কুয়াকাটায় সার্কুলার এন্টারপ্রেনারশিপের মাধ্যমে যুবদের ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, গত ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মশালা হোটেল মিয়াদ ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামে দ্যা আর্থ ও ইএমকে সেন্টার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমরা কলাপাড়াবাসী উপকূলীয় সংগঠন ও ইয়ুথনেট গ্লোবাল অংশ গ্রহণ করে।
কর্মশালায় কো-অর্ডিনেটর ছিলেন দ্যা আর্থ অর্গানাইজেশনের মনিরুল ইসলাম, সেশন পরিচালনা করেন গবেষক ও পরিবেশবিদ মাহবুব সুমন।
পর্যটন মৌসুমে কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতিদিন আনুমানিক ২৫ কেজি প্লাস্টিক বর্জ্য জমা হয় যা কুয়াকাটার জীববৈচিত্র্য জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। প্লাস্টিক বর্জ্য রিসাইকেলিং এর মাধ্যমে কুয়াকাটার জীববৈচিত্র রক্ষা করা এ কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালায় তিনটি সংগঠনের ৬ টা টিম অংশগ্রহণ করে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মল টিম প্রথমস্থান অধিকার করে। আমরা কলাপাড়াবাসী উপকূলীয় সংগঠনের ইকোজন দ্বিতীয় স্থান অধিকার করে। এবং ইয়ুথ নেট গ্লোবাল তৃতীয়স্থান অধিকার করে।