একজন মানুষ তার শখ পূরণের জন্য কি জীবনের ঝুঁকি নিতে পারেন! এর জবাব যদি না হয়, তবে ভারতের নরেন্দ্র সিংয়ের এ ভিডিও তাদের জন্য। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কুমিরকে স্পর্শ করছেন।
গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নরেন্দ্র সিং তার টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়, কুমির নয়, বরং কুমিরের সাজে জলজ্যান্ত মানুষ। ‘সত্যি’ কুমিরের পাশে নিশ্চিন্তে শুয়ে তাকে নির্ভয়ে উত্যক্ত করে চলেছে ‘মিথ্যে’ কুমির (man teases crocodile)। এক ব্যক্তি কুমির সেজে একটি কুমিরের পাশে শুয়ে সেটির পা ধরে টানাটানি করছেন।
কুমিরটি নদী থেকে উঠে রোদ পোহাচ্ছিল। সেটি নড়াচড়া করছিল না। ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি কুমিরের মতো একটি পোশাক পরেছেন। যেটা পরার পর তাকে কুমিরের মতো দেখাচ্ছিল। এ পোশাক পরে তিনি কুমিরের পাশে শুয়ে পড়েন। এরপর দেখা যায়, তিনি কুমিরের পা ধরে টানাটানি করছেন। কুমিরের পা তিনি শুধু একবার নয়, একাধিকবার টেনেছেন। তবে এতে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি কুমিরটির মধ্যে। কুমিরটি যদিও উত্যক্তকারীকে পাত্তা দিতে নারাজ। বিরক্ত বোধ করলে সে শুধু নিজের পা সরিয়ে নিচ্ছে। তাতেই বরং হাঁফ ছেড়ে বেঁচেছেন নেটিজেনরা।
নরেন্দ্র সিংয়ের ভিডিওটি টুইটারে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে বেশ কিছু মন্তব্য এসেছে। একজন লিখেছেন, সাহসী আচরণ ও বালখিল্যের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আরেকজন লিখেছেন, মৃত্যুবরণে একটি সৃজনশীল পথ তিনি বেছে নিয়েছিলেন। আরেকজন লিখেছেন, ছদ্মবেশ ধারণের গুরু তিনি।
ভয়ঙ্কর সরীসৃপ কুমির থেকে সব সময় সাবধান থাকতে পরামর্শ দেয়া হয়। অকারণে কুমিরকে উত্তপ্ত করা যে আদৌ বাহাদুরির কাজ নয়, তা স্বীকার করে নিচ্ছেন নেটিজেনদের প্রত্যেকেই।
সূত্র: এনডিটিভি