কাস্টমস স্পোর্টস ও আগ্রাবাদ কমরেড জয়ী

চট্টগ্রাম ৩য় বিভাগ ক্রিকেট

সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগে কাস্টমস স্পোর্টস ক্লাব ও আগ্রাবাদ কমরেড ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।  সোমবার (২৪ জুলাই) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব ২২ রানে সিএফসি’কে এবং মহিলা কমপ্লেক্স মাঠে কমরেড ক্লাব ৬ উইকেটে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা’কে হারিয়েছে।

২টি খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব প্রথমে ব্যাট করে ৩৭.৩ ওভারে ১৪১ রানে অলআউট হয়।  জবাবে সিএফসি ৩৪.৫ ওভারে ১২৯ রানে সবকটি উইকেট হারায়।  এদিকে মহিলা কমপ্লেক্স মাঠে প্রথমে ব্যাট করে ৪২.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়।  জবাবে কমরেড ২৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ।

কাস্টমস স্পোর্টস ক্লাব-সিএফসি: এ খেলায় কাস্টমস ক্লাবের হয়ে সাইফুল ৫১, সাদমান ৩০, রোহান ১৪ ও জোনায়েদ ১৪ রান করেন।  অতিরিক্ত ছিল ২৫ রান।  সিএফসি’র নঈম ২২ রানে ৪ এবং ওয়াসি ১৯ রানে ৩ ও ফয়েজ শূন্য (০) রানে ২  উইকেট দখল করেন।  সিএফসি’র মারজুক ২৪, সাজিদ ১৮, জালাল ১৩, আকিব ১২ ও ফয়েজ ১০ রান করেন।  অতিরিক্ত ছিল ১৯ রান।  কাস্টমস ক্লাবের জাহিদ ৩২ রানে ৪টি, কাইফ ২৬ রানে ৩টি ও মুনতাসির ১৯ রানে ২ উইকেট নেন।

সাতকানিয়া উপজেলা-কমরেড ক্লাব: এ ম্যাচে সাতকানিয়া উপজেলার আরিফ ৩৭, রাহাত ২৬ ও আবিদ ২৪ রান করেন।  অতিরিক্ত খাতে আসে ১৪ রান।  কমরেড ক্লাবের সৌমেন বড়ুয়া ১১ রানে ৪ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান।  এছাড়া শিহাব ৩০ রানে ৩ উইকেট নেন।

কমরেড ক্লাবের ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান করেন মিসবাহ।  এছাড়া ইসকান্দার ২৭, খায়রুল ২৬ ও শিহাব ১২ রান করেন।  অতিরিক্ত খাতে ৮ রান যোগ হয়।  সাতকানিয়া উপজেলার আরাফ, কাইয়ুম, সাজিদ ও আবিদ প্রত্যেকে ১টি করে উইকেট নেন।