কাল নেপালের বিপক্ষে একই ভুল করতে চায় না বাংলাদেশ

প্রথম ফিফা প্রীতি ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুনের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে সমতা আনে নেপাল।   রবিবার (১৬ জুলাই) দুই দল আবারও মুখোমুখি হচ্ছে।কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টার ম্যাচে আর আগের ভুল করতে চাইছে না বাংলাদেশ।

এবার জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ার লক্ষ্য তাদের।  কোচ মাহবুবুর রহমান লিটু প্রথম ম্যাচের ভুলত্রুটি সংশোধন করে এগিয়ে যেতে চাইছেন।  ‘নিজেদের রক্ষণ জমাট রেখে গোল করার লক্ষ্য।  শেষ পর্যন্ত যেন রক্ষণ জমাট থাকে তা নিয়ে কাজ চলছে।  আশা করছি আগের ভুল আর হবে না। নির্দেশনা অনুযায়ী সবাই সেরাটা দেবে। আশা করছি আমরা এই ম্যাচ জিততে পারবো। ’

নেপালের কোচ অনন্ত তামাংও জয়ের জন্য মাঠে নামার অপেক্ষায়।  এই ম্যাচ জিততে পারলে তা হবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের একধরনের প্রতিশোধও! নিশ্চয় বাংলাদেশ তা হতে দেবে না।