কালুরঘাট সেতুর রেলিং ভেঙে গাড়ি নদীতে, চালকসহ ২ জনকে উদ্ধার

চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙে কর্ণফুলী নদীতে পড়ে গেছে একটি বেপরোয়া গতির বাঁশ বোঝাই চাঁদের গাড়ি (জীপ)। এ সময় গাড়ির চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

শনিবার দিবাগত রাত ২ টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু পার হওয়ার সময় বেপরোয়া গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। গাড়িটিতে চালকসহ দুইজন যাত্রী ছিলেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগর প্রান্তের উদ্দেশ্যে যাওয়া একটি চাঁদের গাড়ি (জীপ) ডানপাশের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

দুইজনকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে গাড়িটি নদীর প্রবল স্রোতে দূরে ভেসে গেছে।