কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে বিজয় (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
আহত বিজয় বোয়ালখালী উপজেলার শ্রীপুর এলাকার মুন্নার ছেলে। তিনি মিনি ট্রাকের হেলপার। মালামাল নিয়ে নগর থেকে সেতু পার হয়ে আসা ট্রাকে বস্তার উপর বসা ছিল বিজয়। সেতুর পূর্বপ্রান্তে উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে তিনি ট্রাক থেকে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন ট্রাকচালক মো. জাবেদ।