কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

টাঙ্গাইলের ধনবাড়িতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতঘরে উল্টে পড়ায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা আহত হন। আহতবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাভার্ড ভ্যানটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বসত ঘরে উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলে মা ও মেয়ে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীররাতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত ও বাবা গুরুতর আহত হন। নিহত দুজনের মরদেহ ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।