রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের উপরে অবৈধ স্থাপনা নির্মাণ ও মাটি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্টদের আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে হ্রদের সীমানা জরিপ করারও নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৭ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে সবাই মিলে কাপ্তাই হ্রদ দখল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ক্ষমতাসীন দলের লোকদের পাশাপাশি দখলে জড়িত আছেন সাধারণ ভূমিদস্যুরাও। পৌরসভার হিসাবে, দখলদারের সংখ্যা অন্তত ৭ হাজার।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯–এর দ্বিতীয় তফসিলের ১৬ নম্বর ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ সরকারি জলাধার দূষিত করার প্রয়াস চালান বা দূষিত করেন বা দূষণের সঙ্গে জড়িত থাকেন, তাহলে পৌরসভা তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। অপরদিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, জলাধার হিসেবে চিহ্নিত কোনো জায়গা ভরাট কিংবা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না।