কাপাসিয়ায় ১৪৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এই কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এই কর্মসূচির প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক। এছাড়া স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন। উপজেলা কৃষি অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই কার্যক্রমের আওতায় মোট ১৪৪০ জন কৃষক উপকৃত হন। তন্মধ্যে ৮৪০ জন কৃষককে বিঘাপ্রতি ৫ কেজি বোরো উফশী ধানবীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পাশাপাশি আরও ৬০০ জন কৃষকের মাঝে বিঘাপ্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধানবীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে কৃষকদের বোরো ধানের উন্নত চাষাবাদ পদ্ধতি ও ফসলের রোগ-বালাই ব্যবস্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।