সারাদেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায় নানা কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা হয়েছে মুক্তিযুদ্ধা চত্বরে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী,র সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. আমানত হোসেন খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, অফিসার ইনচার্জ আবুবকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাইনুদ্দিন, কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, সমাজসেবা অফিসার রুহুল আমিন, নির্বাচন অফিসার মো. মাহাবুব, সমবায় অফিসার সিরাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আশরাফুল্লা,উপজেলা প্রাণী সম্পদ অফিসার দেওয়ান কামরুজ্জামান জামিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদিতে বুদ্ধিজীবীদের স্বরনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।