কলম্বোয় বৃষ্টির দাপট

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখাল বৃষ্টি।  যদিও খেলা হয়েছে কিছুটা।  কিন্তু ১০ ওভারের বেশি একটি বলও মাঠে গড়ানো যায়নি।  বিরতি দিয়ে আবারও হানা দেয় বৃষ্টি।  এরপর স্থানীয় সময় বিকাল ৩ টা ১৫ মিনিটে দিনটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এই দশ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান যোগ করেছে পাকিস্তান।  লিড পেয়েছে ১২ রানের।  ২ উইকেটে ১৭৮ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা।

সেঞ্চুরির দোরগড়ায় থাকায় আব্দুল্লাহ শফিক ৮৭ ও অধিনায়ক বাবর আজম অপরাজিত আছেন ২৮ রানে।  এর আগে প্রথম দিনে ১৬৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

পাকিস্তানের হয়ে স্পিনার আবরার আহমেদ চার ও পেসার নাসিম শাহ শিকার করেন তিন উইকেট।  বুধবার (২৬ জুলাই) তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল পৌনে দশটায়।