মোশাররফ করিম মানেই কতশত ভক্তের একত্রিত হওয়া। ক্ষণ ঘনিয়ে এলো ভারতীয় সিনেমা ‘হুব্বা’ মুক্তির। এরই মধ্যে দেখা গেছে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কলকাতার মেট্রোরেল। সেখানে মোশাররফ করিম দাঁড়িয়ে আছে প্রধান চরিত্র হয়ে। এই দৃশ্য চোখ এড়াইনি নেটিজেনদের। মোশাররফ করিম অভিনীত ভারতীয় থ্রিলার সিনেমা ‘হুব্বা’ কলকাতায় মুক্তি পাচ্ছে ১৯ জানুয়ারি। জানা গেছে, ওপারের দেয়াল পেরিয়ে একইসঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে এই সিনেমা। মোশাররফ করিম যে দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় তা বোঝা যাচ্ছে এক ঝলকেই। সিনেমা মুক্তির আগেই সমাগম চলছে প্রচার-প্রচারণার। দেশজুড়েই ছেয়ে গেছে ‘হুব্বা’-এর পোস্টার। তবে কলকাতায় মেট্রোরেলের এই ছেয়ে যাওয়া পোস্টারের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।। ভারতের কুখ্যাত গ্যাং স্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই কাজ করেছেন মোশাররফ করিম। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। প্রসঙ্গত নব্বই দশকের শেষদিকে অপরাধ জগতে অত্যন্ত ক্ষমতাধর ছিল গ্যাংস্টার হুব্বা। খুন, অপহরণ সব ধরনের অপকর্মের সঙ্গেই জড়িত ছিলেন তিনি। এমনকি তার নামে চোরাচালানের ৩০টি মামলাও ছিল। এসব অপকর্মের জন্য হুব্বা ৭০টি ফোন ব্যবহার করতো। তিনবার পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায়। তবে ২০১১ সালে নিখোঁজ হওয়ার কিছুদিন পরে বৈদ্যবাটির খালে গলিত মরদেহ পাওয়া যায় হুব্বা শ্যামলের।