চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে চলছে ভোটগ্রহণ। আজ বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার (১ নভেম্বর) ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেটসহ র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।
এবার কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৬ জন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৫৭২ জন। এরমধ্যে পুরুষ ৬২ হাজার ১২১ এবং নারী ৫৪ হাজার ৫৫১ জন।
কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাহী ম্যাজিট্রেট আশরাফুল আলম জানান, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সকাল ১১টার দিকে উপজেলার বড় উঠান ভোটকেন্দ্র থেকে তিনজনকে আটক করে পুলিশ।
অন্যদিকে, ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ৩৬ হাজার ২৪৬ জন ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে পুরুষ ভোটার ১৯ হাজার ৮০ এবং মহিলা ভোটার ১৭ হাজার ১৬৬ জন।
নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, নির্বাচনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনও তৎপর আছে।