কর্ণফুলী নদীর পাড় থেকে ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কর্ণফুলী নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মংয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

নু এমং মারমা মং বলেন, ‘কর্ণফুলী নদীর ফিশারিঘাট এলাকায় অবৈধভাবে তীর দখল করে এসব স্থাপনা গড়ে উঠেছিল। খবর পেয়ে অবৈধ ৮টি সেমিপাকা ও ২টি কাঁচা ঘর উচ্ছেদ করা হয়েছে।’কর্ণফুলী নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদে আদালতের নির্দেশনা আছে। শিগগির নদী দখলদারদের উচ্ছেদ করা হবে।

ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা জানান, নদীর পাড়  জনগণের সম্পত্তি। এখানকার পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।