কর্ণফুলীতে গোসল করতে নেমে তলিয়ে গেল যুবক

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সিরাজুল আরেফিন আকিব (২২) নামে এক যুবক তলিয়ে গেছে।

বুধবার (১৭ মে) বেলা ১টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউপির প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক স্থান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই যুবক আকিবের বাবার নাম শহীদুল ইসলাম বাবু। তিনি কাপ্তাই পিডিবিতে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১টার দিকে আকিব এবং তার তিন বন্ধু কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে হঠাৎ ঝড়ো হাওয়ার সম্মুখীন হয়। ওই সময় আকিবের তিন বন্ধু নদীর পাড়ে উঠতে পারলেও আকিব পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। স্থানীয় বাসিন্দারা জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের কর্মীদের অবগত করেন। পরবর্তীতে নৌবাহিনীর ডুবুরি দলও ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪ নম্বর কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, আমি ঘটনার খবর পেয়ে কাপ্তাই ইউএনও, ফায়ার সার্ভিস এবং নৌ ডুবুরি দলকে খবর দিয়েছি। বর্তমানে আকিবকে উদ্ধারে ফায়ার বিগ্রেড ও নৌবাহিনীর ডুবুরি দলের অভিযান চলছে।

এবিষয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি শাহীনুর রহমান জানান, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।