ঈদুল ফিতরের আগের দিন মানুষজন রেলে বেশ স্বস্তি নিয়েই ঢাকা ছাড়ছেন। সকাল থেকেই কমলাপুর স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে। যাত্রীর চাপও তেমন নেই। সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে গত কয়েকদিন যাত্রীদের বেশ ভিড় ছিল কমলাপুর রেলস্টেশনে। বিশেষ করে উত্তরাঞ্চল ও চট্টগ্রামগামী ট্রেনগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় তবে আজ যাত্রীদের চাপ কম, কাছাকাছি গন্তব্যের যাত্রীর সংখ্যা রয়েছে মোটামুটি। বুধবার (১০ এপ্রিল) সকালে স্টেশনে প্রথম চেকপোষ্টে হাতেগোনা কয়েকজনকে দেখা যায়। প্ল্যাটফর্ম এলাকার প্রবেশের প্রধান গেটেও নেই যাত্রীর চাপ। প্রতিটি প্লাটফর্মের চার ভাগের এক ভাগ পরিমাণ যাত্রী রয়েছে। ট্রেনগুলোর কোচের অধিকাংশ সিট খালি রয়েছে। ঈদের ছুটিতে স্ত্রী সন্তান নিয়ে জামালপুরে যাচ্ছেন মোস্তফা আল ফারুকী তিনিও এবারের ঈদের রেলযাত্রাকে বেশ স্বস্তির বলে বর্ণনা করেন। জাগোনিউজকে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে বেশ ভালোভাবে বাড়ি যেতে পারছি। স্টেশনে এবার কোন ভোগান্তি নেই।