কমলগঞ্জে মসজিদের পুনঃনির্মাণের উদ্বোধন ও আজমত শাহ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রখ্যাত সুফি সাধক আজমত শাহ প্রতিষ্ঠিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর জামে মসজিদের পূনঃনির্মাণ কাজের উদ্বোধন অনুষ্টিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করা হয়। একই দিনে সুফিবাদ ও সাহিত্যচর্চার কেন্দ্র ‘আজমত শাহ সেন্টার’-এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আজমত শাহ সেন্টার বাস্তবায়নের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড.শোয়াইব জিবরান। জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক জনাব মঈনুল হাসান।

মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সদস্য জুনেদ খানের সভাপতিত্বে এবং সিদ্ধেশ্বরপুর জামে মসজিদের খতিব মাওলানা এম এ শহীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাখন চন্দ্র সূত্রধর, লেখক ও গবেষক জনাব আহমদ সিরাজ, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। অন্যদিকে, বিকাল ৩ টার দিকে সুফিবাদ ও জ্ঞান-সংস্কৃতিচর্চার উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিতব্য ‘আজমত শাহ সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মোছা. আফসানা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন কবি জাহানারা মুন্নী, লেখক সরকার আমিন, গবেষক ও লেখক স্বকৃত নোমান, সাহিত্যিক মোজাফফর হোসেন এবং লেখক আহমদ সিরাজ। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনার প্রাণবন্ত উপস্থিতি। বক্তারা বলেন, ‘আজমত শাহ সেন্টার’ ভবিষ্যতে সুফিবাদ, জ্ঞান ও সাহিত্যচর্চার একটি অনন্য কেন্দ্র হিসেবে দেশব্যাপী পরিচিতি পাবে এবং আগামী প্রজন্মের মানসগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।