কঠিন সমীকরণে আর্জেন্টিনা

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বড় চ্যালেঞ্জের মুখোমুখি লিওনেল মেসির দেশ। অপ্রত্যাশিত এই হারের পর দিয়াগো ম্যারাডোনার দেশের গ্রুপ পর্ব পেরুনোই এখন শঙ্কায়। শেষ দুই গ্রুপ ম্যাচে মেক্সিকো আর পোল্যান্ডের সাথে তাদের অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হবে।

যদিও সব আশঙ্কা উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি ও কোচ লিওনেল স্কালোনি। তবে, ৯০ মিনিটের ফুটবলে যে কোনো ধরনের রেজাল্টের জন্যই প্রস্তুত থাকতে হয় সাবইকে।

আর্জেন্টিনার তাদের শেষ দুই গ্রুপ ম্যাচ খেলবে মেক্সিকো ও পোল্যান্ডের বিরুদ্ধে। মেসির দল যদি পরের দুই ম্যাচে জয় পায় তাহলে হিসেব ছাড়াই নকআউট রাউন্ডে পৌঁছে যাবে। কারণ তখন তাদের ৬ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে খুব বেশি হলে পোল্যান্ড বা মেক্সিকোর ৪ পয়েন্ট হবে।

অন্যদিকে সৌদিআরব যদি বাকি দুই ম্যাচ জেতে, আর আর্জেন্টিনাও দুই ম্যাচে জয় পায় তাহলেও দ্বিতীয় দল হিসেবে নকআউটে পৌঁছে যাবে আলবিসেলেস্তেরা। এখন যে অবস্থা তাতে জয় ছাড়া বিকল্প নেই আর্জেন্টিনার। ড্র করলে করলে বিদায় নেওয়ার সমূহ সম্ভাবনা।

কিন্তু শেষ দুই ম্যাচের একটিতেও যদি হারে কিংবা ড্র করে তাহলেও গ্রুপ পর্ব থেকেই তল্পিতল্পা গোছানো লাগবে আর্জেন্টিনার। বর্তমানে ‘সি’ গ্রুপে একটি করে ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে সৌদি আরব। ১ পয়েন্ট করে নিয়ে পরের দুই অবস্থানে মেক্সিকো// ও পোল্যান্ড। ০ পয়েন্ট নিয়ে সবার তলানীতে আর্জেন্টিনা।

এই কঠিন অবস্থায় ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনার অধিনায়ক ও কোচ। অধিনায়ক মেসি বলেন, সৌদি আরবের কাছে হার বড় ধাক্কা। তবে আমাদের নিজেদের ওপর আস্থা আছে। আমাদের দলটি আর কাউকে ছাড় দিবে না। আমরা অবশ্যই পরের ম্যাচে মেক্সিকোকে হারাবো। দল পরাজয় মেনে নিয়েছে উল্লেখ করে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা আরও বলেন, পরের ম্যাচে আমরা সঠিক পথে ফিরতে আশাবাদী। সেখানে কোন অজুহাত চলবে না। আমাদের এই দলটি বেশ শক্তিশালী।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, এটা অত্যন্ত কষ্টদায়ক ফলাফল। দীর্ঘদিন আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। এখন আমাদের প্রমাণের সময় এসেছে যে, এই দলটি বেশ দক্ষ। যেটা আমরা সব সময় বলি, আমাদের মাথা উঁচুতে রাখতে হবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এখন আমাদের পরের দুই ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। এর চেয়ে বেশি কিছু বিশ্লেষণ করার দরকার নেই।