কঠিন সময় আসছে: পাপন

টেস্ট ইতিহাসে যে রেকর্ড জয় পেতে যাচ্ছে বাংলাদেশ, সে ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই।  মিরপুর টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়ে উচ্ছ্বসিত তারা।  তবে সামনে টাইগারদের কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

২০১৯ সালে ঘরের মাঠেই আফগানদের বিপক্ষে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ।  সেবার তাদের দল অভিজ্ঞ ক্রিকেটারে পরিপূর্ণ ছিল, যা এবার দেখা যায়নি।  মিরপুর টেস্ট আফগানিস্তান খেলতে এসেছিল অনভিজ্ঞ সব খেলোয়াড়দের নিয়ে।

তবে ঈদের পর সাদা বলের সিরিজে আফগানরা যে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে আসবে, সেটি না বললেও চলছে।

ওয়ানডে ও টি-২০তে তারা আবার যথেষ্ট শক্তিশালী।  আগামী পাঁচ মাসে বাংলাদেশ দলের বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে তামিম- সাকিবদের।

সাংবাদিকদের পাপন বলেন, ‘কঠিন সময় আসছে।  মূলত আফগানিস্তানের বিপক্ষে সামনে যে ওয়ানডে ও টি-২০ সিরিজে ওদের সেরা বোলাররা খেলবে।  আমাদের আশা ওখানেও এভাবে জিতি।  এরপর এশিয়া কাপ ( সেপ্টেম্বরে), তারপর নিউজিল্যান্ড (সেপ্টেম্বরে), এরপর বিশ্বকাপ (অক্টোবর- নভেম্বরে)। এখন সব কঠিন কঠিন খেলা। ’

বিসিবি সভাপতি বলেন, ‘এসব কঠিন খেলায় যদি ভালো খেলি, জয়-পরাজয় কোনো ব্যাপার না।  আগে হারলে আমার মন খুব খারাপ হতো।  এখন একটু পরিবর্তন হয়েছে।  দেখি (দল) ভালো খেলছে কি না।  হারতেই তো পারি।  বড় কথা, হচ্ছে ভালো খেলা।  এখন যে মানসিকতায় খেলছে, এটা ভালো লাগছে।  তিন সংস্করণে যদি আমরা এটা ধরে রাখতে পারি, তবেই খুশি। ’