সরকার কঠিন কোনো শর্তে আইএমএফের ঋণ নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ আমরা নেব। তবে কঠিন কোনো শর্তে আমরা যাব না।
বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ডলার সংকট ও বৈদেশিক রিজার্ভের ওপর চাপ থাকায় আমাদের ঋণ প্রয়োজন। আমরা আইএমএফের ঋণ নেব। ঋণ নিয়ে আলোচনা চলছে। যা যৌক্তিক তা আমরা মেনে নেব। টাকা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
সেতুমন্ত্রী বলেন, ‘আইএমএফ যে শর্তগুলোর কথা আগেই বলেছে, সে বিষয়ে আমরা অবগত। তবে দেশের স্বার্থে আঘাত করবে, এমন কোনো শর্ত আমরা মেনে নেব না।’
বিএনপি রাজনৈতিক ইস্যুতেই পড়ে আছে জানিয়ে এ সময় মন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য বিশ্ব সংকট থেকে দেশের সার্বিক পরিস্থিতির উত্তরণ নয়। জনমানুষের সমস্যা তাদের কাছে মুখ্য নয়।
আগামী জাতীয় নির্বাচন বর্তমান ইসির অধীনেই হবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। কাজেই ভয় পাওয়ার কিছু নেই।