কক্সবাজারে ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেল যুবক

কক্সবাজার শহর থেকে অপহরণ করা কিশোর শাকিলকে ২০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পেল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে অপহরণের পর একইদিনে রাত এগারোটায় মুক্তিপণের টাকা দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

আইনি কোন সাহায্য মেলেনি বলেও অভিযোগ করেছেন অপহৃতের পরিবার।

অহরণের শিকার হওয়া কিশোরের নাম জাহিদুল ইসলাম শাকিল। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া গ্রামের মুহাম্মদ ইছহাকের ছেলে।

শাকিলের চাচাত ভাই মোস্তাফা কামাল জানান, বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় পানের দোকানে চাকরির জন্য মহেশখালী থেকে কক্সবাজার শহরে আসে কিশোর শাকিল। শহরের গুণগাছতলা থেকে ভোলাবাবুর পেট্রোল পাম্প এলাকায় আসার পথে নিখোঁজ হয়ে যায়। একইদিনের বিকেল ৪টায় শাকিলের নাম্বার থেকে তার চাচাতো ভাইকে ফোন করে ডিবি পরিচয়ে জানানো হয়— শাকিলকে মাদকসহ আটক করা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে হলে বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে হবে।

তিনি বলেন, শাকিল অপহরণের শিকার হয়েছে সেটি বুঝে কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কায়সার হামিদের সাথে দেখা করি। ওসি বলেন, ‘নাম্বার গুলোর লোকেশন খুরুশকুল দেখাচ্ছে।’ ওই সময় তিনি এসআই আজিজ নামের এক পুলিশ অফিসারকে বিষয়টি দেখার দায়িত্ব দেন।

মোস্তাফা কামালের কথায়—অপহরণকারীর সদস্যরা টাকা দেয়ার জন্য অনবরত ফোন দিয়ে হুমকি দিচ্ছিল। ফোনের অপরপ্রান্তে তার ভাই শাকিল কান্নাকাটি করছিল। তাকে উদ্ধারের জন্য এসআই আজিজকে জানালে তিনি বিরক্তবোধ করেন এবং ওসির (তদন্ত) সাথে কথা বলার পরামর্শ দেন। এদিকে ওসির (তদন্ত) সাথে দেখা করলে তিনি বলেন, ‘এসআই আজিজ সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়েছে। তিনি বাসা থেকে আসলে বিষয়টি দেখবেন।’

শেষে বিকাশ নাম্বারে মুক্তিপণের টাকা পাঠিয়ে দেন শাকিলের ভাই। রাত ১১ টার দিকে পোলা বাবুর পেট্রোল পাম্পের পাশে কিশোর জাহিদকে নামিয়ে দিয়ে সটকে পড়ে অপহরণকারীর সদস্যরা।