কক্সবাজারে ভাসমান ট্রলার থেকে হাত-পা বাঁধা ১০ মরদেহ উদ্ধার

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই মরদেহগুলো কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। এরপর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি জানান, জেলেরা শনিবার (২২ এপ্রিল) রাতে একটি ট্রলার ভেসে আসার খবর জানান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ট্রলারটিতে কয়েকটি মরদেহ শনাক্ত করেন। পরদিন রোববার সকালের দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে এসব মরদেহ উদ্ধারে যায় পুলিশ। এরপর কূলের কাছে এনে ট্রলারটির বরফ রাখার বাক্স থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ট্রলারটি কোথা থেকে এসেছে সেটা এখনো জানা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানতে পারব।