কক্সবাজারে বেড়াতে নিয়ে গিয়ে নিজের সঙ্গীনিকে হত্যার অভিযোগে মোস্তাফিজুর রহমান (৫১) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হাটহাজারি থানার চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোস্তাফিজুর বাগেরহাট জেলার সদর থানার আতাইকাঠী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার বাজারঘাটা এলাকার সি-বার্ড নামে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ ও রেজিস্টার খাতা বিশ্লেষন করে দেখা যায়, গ্রেফতার মোস্তাফিজ নিহত ওই নারীকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠে। পরদিন ১৫ ফেব্রুয়ারি দুপুরে মোস্তাফিজ রুমের বাইরে তালা দিয়ে চলে যায়। পরবর্তীতে রুমের ভিতর আলো জ্বলতে দেখে হোটেল বয় ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ কর্তৃক পুলিশকে খবর দেয়। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এরপর থেকে আসামী মোস্তাফিজ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৭ ফেব্রুয়ারি রাতে হাটহাজারি থানার চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গ্রেফতার মোস্তাফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে হোটেল রুমে ওই নারীর সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাকে হত্যা করে পালিয়ে যায় মোস্তাফিজ| এরআগেও সে বেশ কয়েকবার বিভিন্ন মামলায় পাঁচবার গ্রেফতার হয়েছে। এর মধ্যে ২০১৮ সালের ২৩ জুন চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে সে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে ঢাকা ও কক্সবাজার জেলায় চারটি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার গ্রহনের জন্য স্থানীয় থানায় আসামী মোস্তাফিজকে হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।