কক্সবাজার পৌরসভার উত্তর তারাবনিয়ারছড়া এলাকায় সাত বছরের শিশু ধর্ষণের আলোচিত মামলার আসামি ধর্ষক কামাল উদ্দিনকে সদরের লিংক রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ৯ জুন কক্সবাজার পৌরসভার উত্তর তারাবনিয়ারছড়া এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকটিমের পরিবার কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ৩৯/৪১৬, তাং-১০/০৬/২০২৪, ধারা-৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)।
ভিকটিমের মা জানায়, ধর্ষণের শিকার সাত বছরের শিশুসহ তার আরও দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে শিশুটি খেলার সাথীদের সাথে খেলাধুলা করে বাড়ির ফেরার পথে অভিযুক্ত মো. কামাল উদ্দিন ভিকটিমকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ সময় তার খেলার সঙ্গীরা বিষয়টি দেখতে পেয়ে ভিকটিমের মাকে জানালে মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পান।
পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান এবং হসপিটালের দায়িত্বরত চিকিৎসক তাকে জরুরি বিভাগে ভর্তি করেন।
কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকায় আত্মগোপনে ছিল গ্রেফতারকৃত কামাল এবং প্রাথিমক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করে সে।
গ্রেফতারকৃত ধর্ষণ মামলার আসামীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।