ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিলেন মল্লিকার্জুন খাড়গে।
দেশটির দুই রাজ্যে এ বছরই নির্বাচন। সামনের বছর কংগ্রেসশাসিত দুই রাজ্যে নির্বাচন এবং সর্বোপরি ২০২৪ সালে ‘মোদি হাওয়া’র মোকাবিলা। সামনের দুই বছরের এই ‘পাঁচ চ্যালেঞ্জ’ মাথায় নিয়েই কংগ্রেস সভাপতির পদে বসলেন মল্লিকার্জুন।
বুধবার (২৬ অক্টোবর) নয়াদিল্লির অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন খাড়গে।
এ সময় উপস্থিত ছিলেন দলের সদ্য সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
এর আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান। দেখা করেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও।
দায়িত্ব গ্রহণ করে খাড়গে বলেন, ‘এটা আমার জন্য আবেগের ব্যাপার। একজন শ্রমিকের ছেলে, ব্লক স্তরের সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে জীবন শুরু করে আজ দলের প্রধানের পদে বসতে পারাটা আমাকে আবেগাপ্লুত করে তুলছে। আমাকে এই দুর্লভ সম্মান প্রদর্শনের জন্য আপনাদের সবাইকে নতমস্তকে ধন্যবাদ জানাই।’
খাড়গেকে শুভেচ্ছা জানিয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘কংগ্রেস বহু চড়াই-উৎরাই দেখেছে। আমি নিশ্চিত, খাড়গের নেতৃত্বে আগামী দিনে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হব।’