আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সমতা এনেছে শ্রীলংকা। প্রথম ম্যাচে ৬ উইকেটে হারার পর রোববার (৪ জুন) ১৩২ রানের জয় পেয়েছে শ্রীলংকা।
হামবানটোটায় অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলংকা ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৩ রান করে। জবাবে আফগানিস্তান ৪২.১ ওভারে ১৯১ রানে অল-আউট হয়। দু-দেশের ৩য় ও শেষ ওয়ানডে আগামী ৭ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।