ওয়ানডেতে ১১ ওভার বল করলেন এক স্পিনার

ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, একটি ওয়ানডে ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারবেন।  তবে আইসিসির এ নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আম্পায়ার ও প্রতিপক্ষকে বোকা বানিয়ে বেশি ওভার বল করেছেন এক কিউই স্পিনার।

নিউজিল্যান্ডের এ স্পিনারের নাম ইডেন কারসন।  শ্রীলংকা নারী দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড নারী দলের হয়ে এই অবাক কাণ্ড ঘটান তিনি।  যার মধ্য দিয়ে এ বোলার ভেঙেছেন আইসিসির নিয়ম।

স্পেল শেষ হওয়া সত্ত্বেও অধিনায়কের ডাকে ১১তম ওভার বল করার ডাক পেয়ে রাজি হয়ে যান কারসন।  ১১তম ওভার বল করতে আসলেও তা নজরে পড়েনি দুই আম্পায়ারের।  এমনকি প্রতিপক্ষের ব্যাটাররাও তখন বুঝতে পারেননি।

ম্যাচ চলাকালীন সময়ে ঘটনাটি কারো নজরে না পড়লেও খেলা শেষ হওয়ার পর বিষয়টি সকলের নজরে আসে, তৈরি হয় বিতর্ক।  শাস্তি হতে পারে কারসনের।  একই সঙ্গে শাস্তির মুখে পড়তে পারে পুরো দলও।