নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে টাইগার পেসার খালেদ আহমেদের। অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন ডানহাতি এই পেসার।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড ইনিংসের অষ্টম ওভারে চ্যাড বাওসকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেটের স্বাদ পেয়েছেন খালেদ।
ওভারের পঞ্চম বলে খালেদের স্লোয়ার বল বাউন্ডারি ছাড়া করতে স্কয়ার লেগে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাওস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান। এর আগে বোলিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। মুস্তাফিজের করা শর্ট ডেলিভারিতে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইল ইয়াং। দলকে দ্বিতীয় উইকেটও এনে দিয়েছেন মুস্তাফিজ। ফিন অ্যালেনকে স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখিয়েছেন তিনি। প্রথম ম্যাচের দল থেকে এদিন বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। সোহানের বদলে একাদশে এসেছেন খালেদ। টেস্ট ক্রিকেটে এর আগে বেশকিছু ম্যাচ খেললেও বাংলাদেশের ওয়ানডে দলে এটাই অভিষেক ম্যাচ খালেদের। ২০১৮ সালে অভিষেক হওয়া খালেদ এখন পর্যন্ত দেশের হয়ে ১২টি টেস্ট খেলেছেন। ১২ টেস্টে ২১ উইকেট শিকার করেছেন তিনি। অভিজাত সংস্করণে বাংলাদেশ দলের নিয়মিত মুখ তিনি।