হার দিয়ে ইমার্জিং এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এ জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে বাংলাদেশ।
শনিবার (১৫ জুলাই) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ৪৬ ওভারে ১২৬ রানেই গুঁটিয়ে যায় ওমান। জবাবে ব্যাট করতে নেমে সহজেই ১৬.৩ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল।
তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ওমানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে লক্ষ্যটা নাগালে রেখেছিল বাংলাদেশ। এদিন ওমানের ৭ ব্যাটারকে দুই অঙ্কের ঘরেও যেতে দেননি বোলার’রা। মিডল অর্ডার ব্যাটার আইয়ান খান সর্বোচ্চ ২৬ রান করেছেন। শুভ পালের ব্যাট থেকে আসে ২৫ ও শোয়েব খান করেন ২৩ রান। যার সৌজন্যে রানটা ১০০ ছাড়ায়।
১২৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশকে। নাঈম ও তামিম ওপেনিং জুটিতেই ১৪.২ ওভারে তোলেন ১০৯ রান। ৪৯ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আকিব ইলিয়াসের শিকার হন তামিম। ১১টি চার ও দুটি ছক্কা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটারের ইনিংসে।
তামিমের পর অধিনায়ক সাইফ হাসানকে রানের খাতাই খুলতে দেননি ইলিয়াস। তবে তৃতীয় উইকেটে জাকির হাসানকে নিয়ে জয় নিশ্চিত করেন ৪৭ রানে অপরাজিত থাকা নাঈম। জাকির করেন ১১ রান।
মঙ্গলবার (১৮ জুলাই) গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।